Home
বিনা মূল্যে বই বিতরণ : কপিরাইট আইনের ফলে অনেক লেখকই নিজেদের ইচ্ছামত বই প্রকাশ করতে ব্যর্থ হচ্ছেন। এরই প্রতিবাদে বিশ্বজুড়ে অনেকেই এখন কপিলেফ্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন। তারা নিজেদের মতো বই প্রকাশ করে বিনা মূল্যে পাঠকের হাতে তুলে দিচ্ছেন। বাংলাদেশে সম্প্রতি শুরু হয়েছে এ আন্দোলন। এতে যুক্ত হয়েছেন তরুণ লেখক দুপুর মিত্র। তিনি ২০১০ সালে তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘৪৪ কবিতা’ প্রকাশ করেন। এটি ছিল বাংলাদেশের প্রথম কপিলেফ্ট কবিতার বই। তারই ধারাবাহিকতায় এবারের মেলায় বের হয়েছে তার গল্পগুচ্ছ ‘দশভুজা’। মোট ৫টি গল্পের এই বইটি তিনি মেলার বহেড়াতলায় অবস্থিত লিটল ম্যাগ কর্নারে নিজের দাঁড়িয়ে পাঠকের হাতে তুলে দিচ্ছেন।
বইটি প্রসঙ্গে লেখক দুপুর মিত্র বলেন, ‘এই বইয়ের প্রতিটি লেখা কপিলেফ্ট। এই বইয়ের যেকোনো অংশ যে কেউ অবাণ্যিজ্যিক ও অলাভজনক উদ্দেশ্যে মূল লেখক ও লেখাকে অবিকৃত রেখে যেকোনো ধরনের অনুমতি ছাড়াই প্রকাশ করতে পারবে। সবার মাঝে কপিলেফ্ট আন্দোলনকে ছড়িয়ে দিতেই আমি এ বই প্রকাশ করেছি।’

http://www.amardeshonline.com/pages/details/2012/02/21/132687

এখানে আপনার মন্তব্য রেখে যান